reporterঅনলাইন ডেস্ক
  ০৩ আগস্ট, ২০২২

রণবীরের সঙ্গে ঘর করলেও আলিয়ার মন-প্রাণে শাহরুখ!

ফাইল ছবি

রণবীর আলিয়ার বিয়ে এখন সবারই জানা। কারণ ঘটা করেই তাদের দুজনের বিয়ে হয়েছে। এর আগে দুজনে প্রেমও করেছেন। এ নিয়ে মিডিয়া জগতে হৈ চৈ কম হয়নি। মা হচ্ছেন, এরইমধ্যে সে সুখবরও দিয়েছেন আলিয়া। কিন্তু তার মন প্রাণ জুড়ে রয়েছে অন্য কেউ। আর তিনি হলেন শাহরুখ খান।

সকলের সামনে অকপটে শাহরুখের প্রতি সেই ভালোবাসার কথা স্বীকার করেছেন আলিয়া। আলিয়ার ভাষায়- যখনই সিনেমার পর্দায় তাকে দেখেন তখনই প্রেমে পড়ে যান।

এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, শাহরুখ খান নামটাই আমার জন্য যথেষ্ট। তবে আমার মনে হয় অভিনেতা শাহরুখই আমার প্রথম পছন্দ হবে। প্রযোজক বা অভিনেতা হিসাবে কেন, একজন মানুষ হিসাবেই শাহরুখ ফেভারিট।

আগামী ৫ অগাস্ট নেটফ্লিক্সে দেখা যাবে ডার্লিং আলিয়াকে। প্রথমবার প্রযোজকের ভূমিকায় রয়েছেন তিনি। ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে আলিয়া ভাট অভিনীত ও প্রযোজিত ছবি ডার্লিংস।

এই সিনেমা প্রযোজনার দায়িত্বে শুধু আলিয়া ভাটই নয়, রয়েছে শাহরুখের প্রযোজনা সংস্থাও। সিনেমাটি পরিচালনায় রয়েছেন সজমীত কেরিন। আর সঙ্গীত পরিচালনা করেছেন বিশাল ভরদ্বাজ। গান লিখেছেন গুলজার।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আলিয়া ভাট,বণবীর,প্রেম,ভালোবাসা,শাহরুখ খান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close