reporterঅনলাইন ডেস্ক
  ২৪ অক্টোবর, ২০২১

স্বল্প পোশাকে নারকেল গাছে মীরা রাজপুত, ছবি ভাইরাল

ছবি : ইন্টারনেট

বর্তমান সময়ে বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি শাহিদ কাপুর এবং মীরা রাজপুত। কিউট কাপল হিসেবে রয়েছে তাদের খ্যাতি। দুই সন্তান নিয়ে বেশ সুখে সময় পার করছেন এই দম্পতি।

জীবনের মধুময় স্মৃতিগুলো কেবল নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে রাজি নন এই জুটি; অনেক সময় সুখকর মুহূর্তগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন তারা। যেন শহীদ-মীরার সেসব খুনসুটি, ভালোবাসা ভক্তদের মনে আনন্দের খোরাক জোগায়।

সম্প্রতি মালদ্বীপে ঘুরতে গেছেন শহীদ ও মীরা দম্পতি। সেখানকার নজরকাড়া স্থানগুলোতে ক্যামেরাবন্দি হচ্ছেন মীরা। ছবি-ভিডিও আপলোডের মাধ্যমে মুহূর্তগুলো ভাগ করে নিচ্ছেন ভক্তদের সঙ্গে।

শুক্রবার (২২ অক্টোবর) একসঙ্গে কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন মীরা। তাতে দেখা যায়, সমুদ্রের তীরে থাকা নারকেল গাছে উঠছেন তিনি। প্রথমে হেঁটে ওঠার চেষ্টা করেন। তবে বেশিদূর যেতে না পারায় হাতের সাহায্য নেন। এরপর ক্লান্ত হয়ে নারকেল গাছের উপরই শুয়ে পড়েন তিনি।

সেই দৃশ্যে রূপসী মীরা ছিলেন বেশ আবেদনময়ী। লাল রঙের অন্তর্বাসের সঙ্গে বাদামি রঙের একটি বিশেষ ঢিলে পোশাকে ঢেকেছেন শরীর। ১ লাখ ২৫ হাজারের বেশি লাইক পড়েছে তার এই গাছে চড়ার চিত্রশালায়।

কেবল নারকেল গাছেই নয়, মালদ্বীপে গিয়ে স্কুবা ডাইভিং করেছেন মীরা। স্বচ্ছ জলের ভেতরে গিয়ে তুলেছেন সেলফিও। এমনকি শরীরচর্চাও ভোলেননি তিনি। সমুদ্র সৈকতে খোলা পরিবেশে যোগ ব্যয়াম সেরেছেন মীরা।

এর আগে ২০১৫ সালে বলিউড সুপারস্টার শহীদ কাপুরের সঙ্গে দাম্পত্য জীবনে জুটি বাঁধেন মীরা রাজপুত। ২০১৬ সালে তাদের প্রথম সন্তান মিশার জন্ম হয়। এর দুই বছর পর একটি ছেলে আসে তাদের পরিবারে। তার নাম জেইন। দুই সন্তান নিয়ে এখন শহীদ কাপুর-মীরা দম্পতি বেশ আনন্দে সময় পার করছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শহীদ কাপুর,মীরা রাজপুত,আবেদনময়ী,নারকেল গাছ,ভাইরাল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close