reporterঅনলাইন ডেস্ক
  ১২ অক্টোবর, ২০২১

ছিনতাইকারীর টানাটানিতে আহত নায়লা নাঈম

ফাইল ছবি

ছিনতাইকারীর কবলে পড়ে আহত হয়েছেন মডেল ও ডেন্টিস্ট নায়লা নাঈম। সোমবার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর মগবাজার রেলক্রসিংয়ের সামনে এ ঘটনা ঘটে।

এ সময় স্কুটি চালাচ্ছিলেন নায়লা। ছিনতাইকারীরা এসে সবার সামনেই তার ব্যাগ টানাটানি করতে থাকে। এক পর্যায়ে স্কুটি নিয়ে রাস্তায় পড়ে গপলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।  

নায়লা বলেন, ‘বেলা ১১টা ৪৫ মিনিটে মগবাজার রেলক্রসিং পার হওয়ার সময় দুই ছেলে দৌঁড়ে এসে আমার গায়ে জড়ানো ক্রসব্যাগ টানাহ্যাঁচড়া শুরু করে। স্কুটির পিকআপ কমানো ছিল তখন। সে অবস্থায় ওদের টানাটানির কারণে আমি স্কুটি নিয়ে পড়ে যাই। ’

পরে বাইক থামিয়ে তিনজন মানুষ দৌড়ে এসে তাকে সাহায্য করেন বলে জানান এই মডেল। এ ঘটনায় নায়লার হাত ছিলে গেলে প্রাথমিক চিকিৎসা নেন তিনি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ছিনতাইকারী,নায়লা নাঈম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close