reporterঅনলাইন ডেস্ক
  ০৫ এপ্রিল, ২০২১

যৌন হেনস্তা নিয়ে বোমা ফাটালেন মুনমুন

বলিউডের বাঙালি অভিনেত্রী মুনমুন দত্ত যৌন হেনস্থা নিয়ে সরব হয়েছেন। একটি আবেগঘন চিঠিতে ছোট বয়স থেকেই তার সঙ্গে ঘটে যাওয়া যৌন হেনস্থার কথা প্রকাশ্যে এনেছেন তিনি।

মুনমুন দত্ত লিখেছেন, কাছের মানুষদের কাছেই বারবার যৌন হেনস্থার শিকার হতে হয়েছে আমাকে। এক টিউশন শিক্ষক আমার অন্তর্বাসের ভিতর দিয়ে যৌনাঙ্গ স্পর্শ করেছিলেন। এছাড়াও স্কুলে যে শিক্ষককে আমি রাখি পরিয়েছিলাম, তিনিই আমার ব্রা-স্ট্র্যাপ টেনে স্তনে থাপ্পড় মেরেছিলেন। পাশের বাড়ির কাকাকে আমি বেশ ভয় পেতাম, সেই কাকাই আমার শরীরে একাধিকবার স্পর্শ করেছে। একথা যাতে কাউকে না জানানো হয়, সেই হুমকিও দিয়েছিলেন। বয়সে অনেক বড় ভাই, যিনি আমাকে জন্মের সময় দেখতে এসেছিলেন, তিনিই পরবর্তীকালে শরীর ছোঁয়াটা নিজের অধিকার বলে মনে করেছিলেন।'

আরও পড়ুন : গোপনে বিয়ে করা নিয়ে যা বললেন আজহারী

তিনি আরও লিখেছেন, যৌন হেনস্থার ঘটনা এভাবে লিখতে লিখতে আমার চোখে পানি চলে এসেছে। এই ভয়ঙ্কর স্মৃতিগুলি কাটিয়ে উঠতে আমার বহু বছর সময় লেগেছে। এই ঘটনাগুলো আমার মনে পুরুষদের প্রতি ঘৃণা তৈরি করেছিল। তবে এখন আর আমি কাউকে ভয় পাই না। এখন যদি আমার সঙ্গে কেউ অশালীন আচরণ করেন, তাহলে আমি কিন্তু তাকে ছেড়ে দেবো না।'

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যৌন হেনস্তা,মুনমুন দত্ত,বোমা ফাটালেন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close