বিনোদন প্রতিবেদক

  ২২ ডিসেম্বর, ২০১৮

শেষবারের মতো এফডিসিতে আমজাদ হোসেন

শেষবারের মতো এফডিসিতে নেওয়া হয়েছে সদ্য প্রয়াত চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনকে। সকাল সোয়া ১১টা থেকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহায়তায় সেখানে সকালে থেকেই তাকে শ্রদ্ধা জানান শিল্প, সাহিত্য ও চলচ্চিত্র অঙ্গনের বহু সংগঠন।

এরপর সেখান থেকে নিয়ে যাওয়া হয় বেসরকারি টেলিভিশন এটিএনের সামনে। সেখানে অল্প কিছুক্ষণ রেখে আমজাদ হোসেনের মরদেহ সোয়া ১টার দিকে নেওয়া হয় এফডিসিতে।

আমজাদ হোসেনের মরদেহ এফডিসি পৌঁছানোর আগেই সকাল থেকে সাধারণ মানুষ ভিড় করতে থাকে সেখানে। লাশ নিয়ে যাওয়ার পর এফডিসিতে হৃদয়বিদারক পরিস্থিতির তৈরি হয়। সেখানে অপেক্ষা করছিলেন তার দীর্ঘদিনের সতীর্থরা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমজাদ হোসেন,শ্রদ্ধা,এফডিসি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close