reporterঅনলাইন ডেস্ক
  ০৬ জানুয়ারি, ২০২৩

হুজ হু অ্যাওয়ার্ড পেলেন শিক্ষাবিদ অগাস্টিন ক্রুজ

শিল্প ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য ‘হুজ হু বাংলাদেশ ২০২২ অ্যাওয়ার্ড’ পেয়েছেন শিক্ষাবিদ ও কবি ড. অগাস্টিন ক্রুজ।

শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সাংবাদিকতায় অবদান রাখায় ১২ গুণিজন এবং একটি প্রতিষ্ঠানকে ‘হুজ হু বাংলাদেশ ২০২২ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। ৩ জানুয়ারি, রাজধানীর একটি হোটেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ পদক দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। এ ছাড়া হুজ হু বাংলাদেশের প্রধান নির্বাহী নাজিনুর রহিমসহ সংগঠনের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হুজ হু ১৮৪৯ সাল থেকে যুক্তরাজ্যসহ সারা বিশ্বের অনুসরণীয় গুণিজনদের সম্মাননা প্রদান ও সংক্ষিপ্ত জীবনী প্রকাশ করে আসছে। হুজ হু বাংলাদেশে প্রথম সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে ২০১৬ সালে। কর্মের মূল্যায়ন ও স্বীকৃতির জন্য হুজ হুকে আন্তরিক ধন্যবাদ জানান শিক্ষাবিদ ও কবি ড. অগাস্টিন ক্রুজ। সংবাদ বিজ্ঞপ্তি।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হুজ হু অ্যাওয়ার্ড,অগাস্টিন ক্রুজ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close