reporterঅনলাইন ডেস্ক
  ২৯ সেপ্টেম্বর, ২০২২

ঢাবি মৎস্যবিজ্ঞান বিভাগের রজতজয়ন্তী উদযাপিত

ঢাকা বিশ্ববিদ্যালয় মৎস্যবিজ্ঞান বিভাগের রজতজয়ন্তী উৎসব উপলক্ষে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গতকাল প্রা-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম । সংবাদ বিজ্ঞপ্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় মৎস্যবিজ্ঞান বিভাগের রজতজয়ন্তী উৎসব ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, র‌্যালি, সেমিনার প্রভৃতি।

নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম প্রধান অতিথি এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ. মাহবুবুল হক বিশেষ অতিথির বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম। ফিশারিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন মনির শুভেচ্ছা বক্তব্য দেন।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি দেশের মৎস্য খাতের উন্নয়নে যুগোপযোগী গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য মৎস্যবিজ্ঞান বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। মৎস্য খাতের উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, এসব পরিকল্পনা বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করছে। সরকারের পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় মৎস্যবিজ্ঞান বিভাগ সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। সংবাদ বিজ্ঞপ্তি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাবি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close