জাবি প্রতিনিধি

  ২৫ জুন, ২০২২

জাবিতে ২৭৯ কোটি ১৩ লাখ টাকার বাজেট পাশ

ছবি: প্রতিদিনের সংবাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ২৭৯ কোটি ১৩ লাখ টাকার বাজেট পাশ হয়েছে।

শুক্রবার (২৪ জুন) সিনেটের ৩৯তম বার্ষিক অধিবেশনে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতারের উপস্থাপিত বাজেট পাশ হয়। শনিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয় জনসংযোগ কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সিনেট অধিবেশনে সভাপতির ভাষণে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারিতে আমরা ক্ষণিকের জন্য থমকে দাঁড়ালেও আমরা দ্রুত নিজেদের সামলে নিতে পেরেছি। অনলাইনে ক্লাস-পরীক্ষা গ্রহণসহ দুর্যোগকালীন পরীক্ষা অর্ডিন্যান্স প্রণয়ন করে আমরা বিশ্ববিদ্যালয়কে তুলনামূলকভাবে সেশনজটমুক্ত রাখতে সক্ষম হয়েছি। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে সরকারের সাহসী পদক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন জাবি উপাচার্য নূরুল আলম।

সিনেট সচিব রহিমা কানিজের পরিচালনায় অধিবেশনে উপাচার্যের ভাষণ ও কোষাধ্যক্ষ উপস্থাপিত বাজেট বক্তৃতার আলোচনায় অংশগ্রহণ করেন জাবি সিনেট সদস্যগণ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাবি,সিনেট,বাজেট,পাশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close