reporterঅনলাইন ডেস্ক
  ০৯ মে, ২০২২

কমল এইচএসসি পরীক্ষার সময় ও নম্বর

ফাইল ছবি

এবারও এইচএসসি ও সমমানের পরীক্ষা সংক্ষিপ্ত আকারে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষাবোর্ডগুলো। পরীক্ষা হবে দুই ঘণ্টা। পুনর্বিন্যাস করা পাঠ্যসূচিতে বিষয়ভেদে ৪৫ থেকে ৫৫ নম্বরে হবে এ পরীক্ষা।

রবিবার (৮ মে) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত পরীক্ষার সময় ও নম্বর বিভাজন প্রকাশ করে এ তথ্য জানায় আন্তশিক্ষা বোর্ড সমন্বয় উপকমিটি।

নির্দেশিকায় জানানো হয়, আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা হবে দুই ঘণ্টায়। এরমধ্যে রচনামূলক অংশের সময় এক ঘণ্টা ৪০ মিনিট এবং এমসিকিউ অংশের জন্য সময় ২০ মিনিট। স্বাভাবিক সময়ে ১০০ নম্বরের বিষয়গুলোর পরীক্ষা হতো তিন ঘণ্টা। কিন্তু করোনা সংক্রমণ পরিস্থিতিতে কম নম্বর ও সময়ে পরীক্ষা নেয়া হচ্ছে।

তবে নম্বর কমিয়ে পরীক্ষা নেওয়া হলেও তা ১০০ নম্বরে রূপান্তর করে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর নির্ধারণ করা হবে। চলতি বছরের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ২২ আগস্ট।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পরীক্ষা,এইচএসসি,শিক্ষা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close