বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, শাবিপ্রবি

  ১৯ জানুয়ারি, ২০২২

উপাচার্য পদত্যাগ না করলে আমরণ অনশনে যাবে শাবিপ্রবির শিক্ষার্থীরা

ছবি : প্রতিদিনের সংবাদ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ স্বেচ্ছায় পদত্যাগের জন্য আজ বুধবার বেলা ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে দাবি না মানা হলে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় উপাচার্যের বাসভবনের মূল ফটকের সামনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে মোহাইমিনুল বাশার সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।

গতকাল (মঙ্গলবার) দুপুর দুইটা থেকে উপাচার্যের বাসভবনের ফটকের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।

এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তার। দুপুর একটায় কর্মসূচিস্থলে উপস্থিত হন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা। শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আহবান জানায় তারা।

গত রোববার (১৬ জানুয়ারি) শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনার বিচার ও উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান নেওয়ার সিদ্ধান্তে অনড় থাকবেন বলে জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শাবিপ্রবি,উপাচার্য,ফরিদ উদ্দিন আহমেদ,পদত্যাগ,উত্তাল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close