reporterঅনলাইন ডেস্ক
  ২২ অক্টোবর, ২০২১

নোবিপ্রবি আবাসিক হল খুলছে ৩১ অক্টোবর

দেড় বছর বন্ধ থাকার পর অবশেষে ৩১ অক্টোবর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) হল খুলছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.দিদার-উল আলম।

রোববার (৩১ অক্টোবর) সকাল ১০টায় খুলে দেওয়া হবে আবাসিক হলগুলো।

তবে আবাসিক হলে ওঠার জন্য কিছু নিয়ম রয়েছে। আবাসিক হলে উঠতে হলে শিক্ষার্থীদের অবশ্যই করোনাভাইরাস প্রতিরোধের জন্য এক ডোজ টিকা দেওয়া থাকতে হবে। এক ডোজ টিকা দেওয়া ছাড়া কোনো শিক্ষার্থীকে হলে ওঠার অনুমতি দেওয়া হবে না।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আবাসিক শিক্ষার্থীদের মধ্যে যারা অন্তত এক ডোজ টিকা নিয়েছেন তাদের টিকা কার্ড ও হলের পরিচয়পত্র (বোর্ডিং কার্ড) দেখে হলে প্রবেশ করতে দেওয়া হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নোবিপ্রবি,আবাসিক হল,টিকা,করোনাভাইরাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close