ইবি প্রতিনিধি

  ১৫ অক্টোবর, ২০১৮

ইবিতে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ’ কর্মশালা অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘খাদ্য দূষণ প্রতিরোধ ও ভোক্তা অধিকার সংরক্ষণ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে সোমবার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সকাল ১১টায় এই প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনাসভা হয়। কনজুমার ইয়ুথ বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

কনজুমার ইয়ুথ ইবি শাখার সভাপতি ইমরান শুভর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, কনজুমার ইয়ুথ ইবি শাখার উপদেষ্টা অধ্যাপক ড. মেহের আলী, কনজুমার ইয়ুথের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পলাশ মাহমুদ।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেজাউল করীম, আইএফএসটি ও বিসিএসআইআরের সায়েন্টিফিক অফিসার আবু তারেক মো. আবদুল্লাহ ও সুকেনদান মণ্ডল প্রমুখ। কনজুমার ইয়ুথ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার প্রেস সেক্রেটারি আবদুল ওয়াহেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইবি,ইসলামী বিশ্ববিদ্যালয়,খাদ্যে দূষণ,কর্মশালা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close