জবি প্রতিনিধি

  ১৬ জুলাই, ২০১৮

জবিতে অফিস ম্যানেজমেন্ট ও ইথিক্সের উপর ২ দিনের কর্মশালা শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় মিলনায়তনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হেকেপ প্রজেক্টের আওতায় Institutional Quality Assurance Cell (IQAC), JnU-এর উদ্যোগে (১৬ ও ১৭ জুলাই) দুইদিন ব্যাপী ‘Office Management and Importance of Ethics’ কর্মশালা শুরু হয়েছে সোমবার।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। এসময় পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও IQAC জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. আইন-উল-হুদার সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান, IQAC-এর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক ড. রাজিনা সুলতানা উপস্থিত ছিলেন।

কর্মশালার শুরুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান অফিস ম্যানেজমেন্ট ও ইথিক্স বিষয়ে দিক নির্দেশনা দেন ও প্রশাসনিক কাজের ক্ষেত্রে অফিস ম্যানেজমেন্ট ও ইথিক্স এর গুরুত্ব তুলে ধরেন।

উক্ত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দপ্তর ও বিভাগের কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জবি,অফিস ম্যানেজমেন্ট
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist