রিয়াজ মুন্না, চবি প্রতিনিধি

  ০৯ এপ্রিল, ২০১৮

কোটা সংস্কার : উত্তাল চবি, ক্লাস, পরীক্ষা ও ট্রেন চলাচল বন্ধ

কোটা ব্যবস্থা সংস্কারসহ ৫ দফা দাবিতে একাত্মতা পোষণ করে আন্দলন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

সোমবার সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়ে জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নেয় বিক্ষোভকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে বিশ্ব বিদ্যালয়ে ক্লাস ও পরিক্ষা বর্জন করেছে সাধারণ শিক্ষার্থীরা। ক্লাস ও নির্ধারিত পরিক্ষাগুলোও অনুষ্ঠিত হয়নি। সকাল সাড়ে ৯ টায় বিশ্ব বিদ্যালয় থেকে ট্রেন ছেড়ে যাওয়ার পর আন্দোলনকারীরা ষোলশহর স্টেশনে ট্রেন অবরোধ করে রাখে। এতে করে দিনভর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয় শাখার সমন্বয়ক মো: আরজু বলেন, ১৯ ফেব্রুয়ারী থেকে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে সারাদেশে বিভিন্ন স্থানে অনেকেই হতাহত হয়েছেন। আমরা সে আন্দোলনের অংশ হিসেবে শান্তিপূর্ণভাবে চবিতে ক্লাস পরিক্ষা বর্জন করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।

উল্লেখ্য, কোটা সংস্কারসহ শূন্য পদে মেধার ভিত্তিতে নিয়োগ, চাকুরির পরিক্ষায় কোটা সুবিধা একবারের বেশি নয়, কোটা বিশেষ নিয়োগ বন্ধ এবং চাকুরিতে প্রবেশের অভিন্ন সময়সীমা এ ৫টি দাবিতে আন্দোলন করছে দেশের সাধারণ শিক্ষার্থীরা।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কোটা সংস্কার,উত্তাল চবি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist