reporterঅনলাইন ডেস্ক
  ০৪ মে, ২০২১

বসুন্ধরা সিটিতে অভিযান, জরিমানা

করোনা সংক্রমণ ঠেকাতে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর ১২টা থেকে শুরু হয়ে এ অভিযান শেষ হয় ‍দুপুর দেড়টায়।

মাস্ক না পরায় শপিং মলের কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের নেতৃত্ব দেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রফিকুল হক। এ সময় দেখা যায়, শপিং মলে আসা ক্রেতারা মাস্ক পরলেও ব্যবসায়ীরা মাস্ক পরছেন না। এ কারণে ১২ ব্যবসায়ীকে বিভিন্ন অংকের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল বলেন, দুপুর থেকে অভিযান চলে। কিছু কিছু দোকানি মাস্ক না পরেই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন। এই অপরাধে তাদের ২০০, ৩০০ ও ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে।

এছাড়াও রাজধানীর নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জীব দাস।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অভিযান,বসুন্ধরা সিটি,ভ্রাম্যমাণ আদালত,জরিমানা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close