লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

  ১৭ মে, ২০২০

স্বাস্থ্যবিধি অমান্য

লোহাগাড়ায় ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি অমান্য করে মার্কেটে বেচাকেনা করে চট্টগ্রামের লোহাগাড়ায় দোকানপাট খোলা রাখায় মার্কেটগুলোতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশ।

এ সময় উপজেলার বটতলী মোটর স্টেশনস্থ হাজি বদিউর রহমান মার্কেটসহ ৯ প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৫ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সকালে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ।

অভিযানে সাথে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী কক্সবাজার-১০ পদাতিক ডিভিশনের মেজর শেখ ফয়সাল আল বশির, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ, এসআই পার্থসারথি হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিএ মুহাম্মদ ইলিয়াস রুবেল।

তৌছিফ আহমেদ জানান, উপজেলার মার্কেটের ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি অমান্য করে দোকানপাট খোলা রাখায় বদিউর রহমান মার্কেটে এশিয়া সু-স্টোরকে ৫ হাজার টাকা, মেসার্স নিউ গার্মেন্টসকে হাজার টাকা, ডুবাই স্পোর্টসের মালিকানাধীন মোস্তফিজুর রহমানকে ২০ হাজার টাকা, হামিদিয়া গার্মেন্টসের মালিকানাধীন ফরিদুল আলমকে ২০ হাজার, একতা স্টোরের মালিক আবদুস সালাম ২০ হাজার টাকা, এরাবিয়ান গার্মেন্টসের মালিক মমতাজ উদ্দিন ২০ হাজার টাকা, হোসাইন স্টোরের মালিকানাধীন আবু সুফিয়ানকে ১০ হাজার টাকা, মোবাইল কর্নারকে ৫ হাজার টাকা, খানে আলমের ফলের দোকানকে ৩০ হাজার টাকাসহ মোট ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি না মেনে মার্কেটের ব্যবসায়ীরা দোকানপাট খোলা রাখলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনাভাইরাস,জরিমানা,লোহাগাড়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close