কক্সবাজার প্রতিনিধি

  ২৮ ফেব্রুয়ারি, ২০১৯

টেকনাফে বন্দুকযুদ্ধে লক্ষ্মীপুরের মাদক কারবারি নিহত

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে বিল্লাল হোসেন (৩৮) নামে লক্ষ্মীপুর জেলার এক মাদক কারবারি নিহত হয়েছে। এ সময় ৭ হাজার পিস ইয়াবা ও দুটি কিরিচ উদ্ধারের দাবি করেছে বিজিবি।

বৃহস্পতিবার ভোরে টেকনাফের খালাংখালি তিন নম্বর স্লুইচ গেট নাফ নদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল ভবানীগঞ্জর লক্ষ্মীপুরের আব্দুল্লাহপুর গ্রামের আবুল বাশারের ছেলে।

টেকনাফ-২ ব্যাটালিয়নের বিজিবির অধিনায়ক লে. কর্নেল আছাদুদ-জামান চৌধুরী জানান, টেকনাফের খালাংখালি তিন নম্বর স্লুইচ গেট নাফ নদ সংলগ্ন বিজিবির টহল দলের ওপর পাচারকারীরা অতর্কিত গুলি বর্ষণ করে। এ সময় বিজিবিও আত্মরক্ষার্থে গুলি চালায়। পরেপাচারকারীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এ সময় ঘটনাস্থল থেকে ৭ হাজার পিস ইয়াবা ও দুটি লম্বা কিরিচ উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাদক কারবারি,টেকনাফ,বন্দুকযুদ্ধ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close