reporterঅনলাইন ডেস্ক
  ১১ অক্টোবর, ২০১৯

বগুড়ায় ট্রাকচাপায় প্রাথমিকের ২ শিক্ষক নিহত

বগুড়া-নওগাঁ মহাসড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার বিকাল ৩টার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার বোয়ালিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বগুড়ার শেরপুর উপজেলার কলেজ রোড এলাকার ফজলে রাব্বী (৩০) এবং পাবনা জেলার বেড়া উপজেলার কৈটোলা গ্রামের জহুরুল ইসলাম (২৮)।

জানা যায়, নিহত ২ জনই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। মোট ৩ জন মোটরসাইকেলযোগে নওগাঁ শহরের ডানা পার্কে বেড়াতে যাচ্ছিলেন। বিকেল ৩টার দিকে বোয়ালিয়া নামক স্থানে পেছন থেকে একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত অপর এক ব্যক্তিকে স্থানীয় লোকজন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, দুর্ঘটনার পর চালক ও হেলপার ট্রাক রেখে পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে পুলিশ থানায় নিয়ে যায়।

নিহত ২ শিক্ষকের মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ট্রাকচাপায় নিহত,বগুড়া,শিক্ষক নিহত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close