সাতক্ষীরা প্রতিনিধি

  ০৬ জানুয়ারি, ২০১৯

প্রতিমন্ত্রী জামাই নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে সাতক্ষীরাবাসীকে

সাতক্ষীরা-৩ আসনে আওয়ামী লীগ থেকে তিন বারের নির্বাচিত এমপি ডা. আ.ফ.ম রুহুল হক। মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের। সাতক্ষীরার উন্নয়নে বেশ ভূমিকা রেখেছেন। গড়েছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল।

৩০ ডিসেম্বর নির্বাচনের পর থেকেই সর্বত্র আলোচনায় ছিলো সাতক্ষীরা থেকে কে যাচ্ছেন মন্ত্রী পরিষদ বিভাগে। সর্বত্র আলোচনায় ছিলেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক এমপি। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রীর আস্থাভাজন হওয়ায় সকলেরই ধারণা ছিলো তিনি আবারো মন্ত্রী পরিষদ বিভাগে যুক্ত হবেন।

রোববার ঘোষিত হয় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নামের তালিকা। তবে তালিকায় নেই সাতক্ষীরার চারটি আসনের কেউ। নেই সাবেক স্বাস্থ্যমন্ত্রীর নামও। তবে প্রতিমন্ত্রী হিসেবে তালিকায় স্থান পেয়েছেন সাতক্ষীরার জামাই স্বপন ভট্টাচার্য। তিনি যশোর-৫ (মনিরামপুর) আসন থেকে দ্বিতীয় বার নির্বাচিত সংসদ সদস্য ও সাতক্ষীরা সদর উপজেলার আগড়দাঁড়ি গ্রামের কাঞ্চন ঘোষালের মেজো জামাই। আপাতত প্রতিমন্ত্রী জামাই নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে সাতক্ষীরাবাসীকে।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রতিমন্ত্রী,জামাই,সাতক্ষীরা,সন্তুষ্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close