কুষ্টিয়া প্রতিনিধি

  ১৯ ডিসেম্বর, ২০১৮

কুষ্টিয়ায় ইনুর নৌকা মিছিলে বোমা হামলা

কুষ্টিয়ার ভেড়ামারায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর পক্ষে নৌকার মিছিলে বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছে। এদের মধ্যে আহত চারজনকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ বোমা হামলার ঘটনা ঘটে।

জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলী জানান, রাতে জাসদের সভাপতি হাসানুল হক ইনুর নৌকার পক্ষে মিছিল বের হয়। মিছিল ভেড়ামার নওদা পাড়ায় পৌঁছানো মাত্রই দুটি বোমের বিস্ফোরণ ঘটানো হয়। এতে জাসদের পাঁচ কর্মী আহত হয়েছেন। এ হামলা বিএনপির লোকজন করেছে। আহত ৪ জনকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

ভেড়ামারা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শামীম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বোমা হামলার ঘটনায় উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আনসার আলী বাদী হয়ে ৮৬ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। মামলা নং ১০, তারিখ ১৮/১২/১৮।

কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন জানান, জাতীয় ঐক্যফ্রন্ট একাদশ সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে এ হামলার ঘটনা ঘটিয়েছে। জেলা প্রশাসনের উচিৎ হবে এসব ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বোমা হামলা,কুষ্টিয়া,হাসানুল হক ইনু,মিছিল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close