কুষ্টিয়া প্রতিনিধি

  ১৬ অক্টোবর, ২০১৮

মানুষ ভজলে সোনার মানুষ হবি : লালন

সাঁইজির বাণী ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ এই প্রতিপাদ্যে ভক্তদের আকুতির শিরোনাম ধারণ করে কুষ্টিয়ার লালন মাজারে বাউল সম্রাট লালন শাহের ১২৮তম তিরোধান উপলক্ষে (১৬ থেকে ১৮ অক্টোবর) তিন দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে। লালন একাডেমির আয়োজনে বাউল সাধকের সান্নিধ্য লাভের আশায় এরইমধ্যে দেশ-বিদেশের ভক্ত, বাউল-সাধুরা এসে ঠাঁই নিয়েছেন সাঁইজির ধামে। প্রতিবারের মতো এবারো উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ।

লালন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক মো. আসলাম হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার এসএম তানভির আরাফাত, কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম, আওয়ামী লীগ কুষ্টিয়া জেলা সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী খান, কুমারখালী উপজেলা চেয়ারম্যান আবদুল মান্নান খান, জিপি আখতারুজ্জামান মাসুম, পিপি অনুপ কুমার নন্দী, পৌর মেয়র শামসুজ্জামান অরুন। প্রথম দিনের সভায় লালন দর্শনালোকে প্রধান আলোচক হিসেবে থাকবেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শানিনুর রহমান।

আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহ। তিনি আধ্যাত্মিক সাধক হিসাবে ভক্ত অনুসারীদের মাঝে আজও বেঁচে আছেন। তার স্মরণে প্রতি বছর কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় ২টি উৎসব অনুষ্ঠিত হয়। জাঁকজমকভাবে পালিত ওই দুটি উৎসব। দেশ-বিদেশ থেকে হাজার হাজার বাউল ভক্ত অনুসারী এখানে আসেন। একটি হচ্ছে স্মরণোৎসব আরেকটি তিরোধান দিবস। এ দুটি উৎসব উপলক্ষে প্রতি বছরই সাঁইজির টানে ছুটে আসেন লাখো বাউল ভক্ত অনুরাগী। সে সময় আধ্যাত্মিক সাধক ফকির লালন শাহের মাজার লালন ভক্ত অনুরাগীদের মিলনমেলায় পরিণত হয়। উৎসবকে ঘিরে কুষ্টিয়া কুমারখালীর ছেঁউড়িয়ায় কালী নদীর পাড়ে সাধু উৎসব শুরু হয়। উৎসবকে ঘিরে বাউলদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে লালন একাডেমির বিশাল মাঠ। দেশি-বিদেশি হাজারো ভক্তের পদচারণায় মুখরিত হয় বাউল সম্রাট লালন সাঁইয়ের মাজার।

দেশের বিভিন্ন স্থান থেকে লালন ভক্তরা লালন একাডেমি চত্বরে স্ব স্ব স্থানে আসন গেড়ে বসেন। লালনের ভাব গান আর লালনের বাণী প্রচারে ব্যস্ত সময় কাটান তারা। ভক্তরা বলছেন, ‘আরশিনগরের পড়শি দর্শনের আকুলতার পথ ধরেই জীবন জিজ্ঞাসার শুরু। সেই আত্ম-জিজ্ঞাসার উত্তর খুঁজতেই আখড়াবাড়িতে জড়ো হওয়া।’ আগামী ১৮ অক্টোবর আনুষ্ঠানিক সমাপ্তির পরও গ্রামীণ মেলাসহ বাউলদের এই প্রাণের সম্মিলন চলবে আরো কয়েকদিন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাউল সম্রাট,ফকির লালন শাহ,তিরোধান দিবস,সাঁইজি,কুষ্টিয়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close