এম এ আজিজ, হিলি (দিনাজপুর)

  ০৭ আগস্ট, ২০১৮

ভারতে আটক থাকার পর ফিরে এলো ৪ কিশোর

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটক থাকার পর ৪ কিশোরকে ফেরত দিয়েছে ভারত ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে দিনাজপুরের হিলি চেকপোষ্ট দিয়ে ভারত হিলি ইমিগ্রেশনের এএসআই বিনয় কুমার দে বাংলাদেশ হিলি ইমিগ্রেশন ওসি আফতাব হোসেনের কাছে তাদের হস্তান্তর করেন। এ সময় বিজিবি ও বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফিরে আসা কিশোররা হলো- দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার মহুরবাগ গ্রামের আব্দুল হাকিমের ছেলে হাবিব হোসেন (১৬), সিলেটের শ্রীমঙ্গল উপজেলার হবিগঞ্জ গ্রামের আবুল হোসেনের ছেলে আরিফ হোসেন (১৫), রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার সন্নাসীবাজারের মোজাম্মেল হকের ছেলে উজ্জল হোসেন (১৭) ও নওগা জেলার পত্মীতলা উপজেলার চকনিরখিন গ্রামের বাদল মালীর ছেলে চঞ্চল মালী (১৪)।

হিলি ইমিগ্রেশন ওসি আফতাব হোসেন জানান, অবৈধভাবে ভারতে প্রবেশ করলে সেদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের আটক করে। পরে ১০ মাস থেকে ২১ মাস পর্যন্ত তারা বালুরঘাট শোভায়ন অবজারভেশন হোমে আটক ছিল। দুদেশের আইনী প্রক্রিয়া শেষে তাদের ফেরত দেয়া হয়।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভারত,আটক,ফিরে,৪ কিশোর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close