মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

  ২২ মার্চ, ২০১৮

মনোহরগঞ্জে দেবপুর গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার দেবপুর গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। ওই গ্রামে ১০৫টি পরিবারের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। গতকাল বুধবার নরহরিপুর দেবপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝলম উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মীর মোশারফ হোসেন বাবুল এবং প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে কাইয়ুম চৌধুরী বলেন, লাকসাম- মনোহরগঞ্জের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম এমপি। তার আন্তরিকতায় এই দুই উপজেলায় আগামী কয়েক মাসের মধ্যে শতভাগ বিদ্যুৎতায়ন করা হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর মনোহরগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মো: সাখাওয়াত হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি ও উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো: আমিরুল ইসলাম, ঝলম দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো: জিয়াউর রহমান শাহিন জিয়া। ঝলম দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আনোয়ার হোসেনের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মনোহরগঞ্জ জোনাল অফিসে এজিএম ওএন্ডএম মো: মাহমুদুল হক, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আবুল বাশার, আওয়ামীলীগ নেতা মাষ্টার মমিন তালুকদার, হাছান আহম্মেদ, নরহরিপুর দেবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল হোসেন চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক মাওলানা ছোবহান, উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য মো: আমির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য কাউছার আলম, ঝলম উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক জহিরুল হক ভূঁইয়া, আওয়ামীলীগ নেতা মাষ্টার দ্বীন মোহাম্মদ ছালে আহম্মদ, মোশারফ হোসেন মেম্বার, মোফাজ্জল হোসেন পন্ডিত মেম্বার, ঝলম দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি আশিকুর রহমান হিরন, সহসভাপতি মাসুদ পারভেজ, বাহার আলম, ঝলম উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক জাকির হোসেন প্রমুখ।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নতুন বিদ্যুৎ সংযোগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist