reporterঅনলাইন ডেস্ক
  ০৭ ফেব্রুয়ারি, ২০১৮

৭ ঘণ্টা পর চালু শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি

কুয়াশার কারণে সাতঘণ্টা বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টা থেকে বুধবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মাঝ পদ্মায় নোঙরে থাকা ছয়টি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে ছেড়ে গেছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট উপমহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ জানান, সাতঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে ও মাঝ পদ্মায় নোঙরে থাকা ৬টি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে চলাচল শুরু করেছে।

বর্তমানে ঘাট এলাকায় ৩ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় আছে। ঘন কুয়াশার পরিমাণ বেড়ে গেলে ফেরিচালকরা মার্কিং পয়েন্ট ও বিকন বাতি না দেখতে পারার ফলে ফেরি চলাচল বন্ধ রাখে। তবে বর্তমানে কুয়াশা কমে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শিমুলিয়া-কাঁঠালবাড়ি,মুন্সীগঞ্জ,ফেরি চলাচল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist