reporterঅনলাইন ডেস্ক
  ১৬ জানুয়ারি, ২০১৮

সুন্দরবনের ৩ দস্যু বাহিনীর আত্মসমর্পণ

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সুন্দরবনের ৩ দস্যু বাহিনীর মোট ৩৮ জন সদস্য আত্মসমর্পণ করে

ফাইল ছবি

স্বাভাবিক জীবনে ফিরে আসার অভিপ্রায় নিয়ে সুন্দরবনের ৩ দস্যু বাহিনীর মোট ৩৮ জন সদস্য তাদের আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করেছে। মঙ্গলবার বিকেলে বরিশাল নগরীর রুপাতলী এলাকায় র‌্যাব-৮’র সদর দপ্তর কমপ্লেক্সে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র তুলে দিয়ে তারা আত্মসমর্পণ করে।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা নিজেদের ভুল বুঝে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইছেন আমরা যেমন তাদেরকে স্বাগত জানাচ্ছি। যারা এখনো ভুল পথে আছেন তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি যে, দস্যুতা করবেন, মানুষের জান মাল ধ্বংস করবেন কিন্তু আমরা বসে থাকবো; তা হবেনা। প্রয়োজনে তাদের বিরুদ্ধে সকল ধরনের কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

র‌্যাব-৮’র কর্মকর্তারা জানান, আত্মসমর্পণ করা ৩৮ জন সুন্দরবনের বড় ভাই, ভাই ভাই এবং সুমন বাহিনীর সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে চেষ্টা ও আলাপ আলোচনার পর এরা দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে রাজি হয়। আত্মসমর্পনের সময় দস্যুরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ৩৮টি আগ্নেয়াস্ত্র এবং বিভিন্ন ধরনের ২ হাজার ৯৬৯ রাউন্ড গোলাবারুদ জমা দেয়।

আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা আত্মসমর্পণ করছে তাদেরকে অর্থ সহায়তা দেয়া হবে যাতে তারা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। তাছাড়া হত্যা এবং নারী নির্যাতন ব্যতীত তাদের বিরুদ্ধে অন্যান্য যেসব অভিযোগ রয়েছে সেগুলোর ব্যাপারেও সহানুভূতিশীল ব্যবস্থা নেয়া হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইন শৃংখলা বাহিনীসহ বিভিন্ন বাহিনীর সঠিক দায়িত্বপালনের কারণে সুন্দরবন এবং বঙ্গপোসাগরসহ পুরো উপকুলীয় এলাকা এখন অনেকটাই নিরাপদ। যারা এইসব দস্যু বাহিনীকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করছেন কিংবা ফায়দা নিচ্ছেন তাদেরকেও রেহাই দেয়া হবেনা। খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

র‌্যাব-৮’র অধিনায়ক উইং কমান্ডার হাসান ইমর আল রাজীব’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‌্যাব’র মহাপরিচালক বেনজির আহম্মেদ। তিনি তার বক্তব্যে সুন্দরবনে দস্যুতা প্রতিরোধে ৩টি ক্যাম্প করার ঘোষণা দেন। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত লেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ, বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম এবং পুলিশ কমিশনার রুহুল আমিনসহ প্রমুখ প্রশাসনের কর্মকর্তারা।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বনদস্যু,র‌্যাব,সুন্দরবন,জলদস্যু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist