reporterঅনলাইন ডেস্ক
  ২৬ সেপ্টেম্বর, ২০১৮

চা বিক্রি করে ২০০ কোটি টাকার মালিক!

কেউ যদি চাকরি ছেড়ে চায়ের দোকান দেন। তাহলে সবাই তাকে পাগলই বলবে। কিন্ত ঠিক এই কাজটি করে মাত্র ১১ বছরে ২০০ কোটি টাকার মালিক হয়েছেন মার্কিন নারী ব্রুক এডি। ২০০৭ সাল থেকে তিনি শুরু করেন চা বিক্রি।

তবে তার চা বিক্রির পেশা বেছে নেওয়ার পেছনে রয়েছে মজার একটি ঘটনা। ২০০২ সালে তিনি ভারতে একটি সামাজিক আন্দোলনে যোগ দিতে আসেন। ভারতে এসে বিভিন্ন জায়গার চা পান করে বেশ তৃপ্তি পান।

এরপর দেশে ফিরে গিয়ে তিনি ভারতীয় চায়ের স্বাদ তাদের দেশে খুজে না পেয়ে তিনিই বিক্রি শুরু করেন চা। নিজের চাকরি ছেড়ে তিনি চা বিক্রি শুরু করেন। তার চায়ের নাম ভক্তি চা। এরপর আর ফিরে তাকাতে হয়নি এডিকে।

মাত্র ১১ বছরেই বিপুল জনপ্রিয় হয়েছে তার চা। আর ফুলে ফেঁপে উঠেছে তার সম্পদ। এ বিষয়ে drinkbhakti.com নামে একটি ওয়েবসাইটও চালু করেছেন তিনি। তার জনপ্রিয় চায়ের মধ্যে রয়েছে চকোলেট চা, এনার্জি বাইটসহ বিভিন্ন ধরনের চা।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চা বিক্রেতা,মার্কিন নারী,ভক্তি চা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close