নিজস্ব প্রতিবেদক

  ২১ জুলাই, ২০১৯

ন্যাপকিনের কাঁচামালে কর প্রত্যাহারের পরামর্শ

স্যানিটারি ন্যাপকিন তৈরিতে ব্যবহৃত কাঁচামালের আমদানিতে কর প্রত্যাহার করার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনরা। গতকাল শনিবার দুপুরে একটি জাতীয় দৈনিক আয়োজিত ‘স্যানিটারি ন্যাপকিনে ভ্যাট-ট্যাক্স হ্রাস, প্রভাব ও প্রতিবন্ধকতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ পরামর্শ দেন বিশিষ্টজনরা।

বিশিষ্টজনরা বলেন, স্যানিটারি ন্যাপকিন তৈরিতে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে কর থাকলে এর উৎপাদন খরচ বাড়বে। ফলে পণ্যের দামও বেড়ে যাবে। এতে ন্যাপকিন ব্যবহারে নারীরা নিরুৎসাহিত হবে। ফলে নারীস্বাস্থ্য হুমকির মুখে পড়বে। ন্যাপকিন ব্যবহার করা নারীর অধিকার। তাই এ পণ্য তৈরির কাঁচামালে কর আরোপ করা উচিত নয়। ‘বাংলাদেশে স্যানিটারি ন্যাপকিন ব্যবহারকারী নারীর সংখ্যা মাত্র ৬০ লাখ।

প্রায় ৩ কোটি ২০ লাখ নারী ন্যাপকিন ব্যবহারের বাইরে রয়েছেন। কর আরোপের ফলে পণ্যের দাম বাড়লে ন্যাপকিন ব্যবহারের আওতার বাইরে থাকা নারীদের এটি ব্যবহারে উদ্বুদ্ধ করা তো যাবেই না, বরং যারা ব্যবহার করেন, তাদের অনেকেই এটির ব্যবহার বন্ধ করে দিতে পারে।’ গোলটেবিল বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের ফার্স্ট সেক্রেটারি মুহাম্মদ তারিক হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close