নিজস্ব প্রতিবেদক

  ১৪ মে, ২০১৯

১০ মাসে রেমিট্যান্স এসেছে ১৩৩০ কোটি ডলার

চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুন-২০১৮ থেকে এপ্রিল-২০১৯) দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৩০ কোটি ২০ লাখ ডলার। যা গত ২০১৭-১৮ অর্থবছরের একই সময়ের চেয়ে ১২০ কোটি ৯৭ লাখ ডলার বা ১০ শতাংশ বেশি। গত অর্থবছরের প্রথম ১০ মাসে (জুন-১৭ থেকে এপ্রিল-১৮) পর্যন্ত রেমিট্যান্স আসে ১ হাজার ২০৯ কোটি ২৩ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্সের সর্বশেষ হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিভিন্ন পদক্ষেপের কারণে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। বিশেষ করে হুন্ডি প্রতিরোধে কড়াকড়ি ও ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বাড়াতে নেয়া নানা উদ্যোগের সুফল পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, চলতি বছরের প্রথম থেকেই বাড়ছে রেমিট্যান্স প্রবাহ। গত জানুয়ারি মাসে প্রবাসীরা রেকর্ড পরিমাণ ১৫৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠায়। বাংলাদেশের ইতিহাসে এটি এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স। এর আগে ২০০৪ সালের জুলাই মাসে ১৪৯ কোটি ২৪ লাখ ডলার রেমিট্যান্স আসে। গত জানুয়ারির আগে ওটাই ছিল এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স। গত জানয়ারির পর ফেব্রুয়ারিতে রেমিট্যান্স আসে ১৩১ কোটি ৭৭ লাখ ডলার, মার্চে ১৪৫ কোটি ৮০ লাখ ডলার, সর্বশেষ গত এপ্রিলে রেমিট্যান্স আসে ১৪৩ কোটি ৪০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল এই চার মাসে রেমিট্যান্স এসেছে ৫৭৯ কোটি ৯৭ লাখ ডলার। বিপরীতে ২০১৮ সালের জানুয়ারি মাসে রেমিট্যান্স আসে ১৩৭ কোটি ৯৭ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ১১৪ কোটি ৯০ লাখ ডলার, মার্চে ১৩১ কোটি ৭৭ লাখ ডলার এবং এপ্রিলে ১৪৩ কোটি ৪০ লাখ ডলার। গত বছরের প্রথম চার মাসে রেমিট্যান্স আসে ৫১৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার। বছরের প্রথম চার মাসে রেমিট্যান্স বেড়েছে ৬২ কোটি ২০ লাখ ডলার।

সূত্র জানায়, চলতি ২০১৮-১৯ অর্থবছরের জুলাই মাসে প্রবাসীরা রেমিট্যান্স পাঠায় ১৩১ কোটি ৭০ লাখ ডলার, আগস্টে ১৪১ কোটি ১০ লাখ ডলার, সেপ্টেম্বরে ১১২ কোটি ৭৩ লাখ ডলার, অক্টোবরে ১১৭ কোটি ৮৩ লাখ ডলার, নভেম্বরে ১১৮ কোটি ডলার, ডিসেম্বরে ১২৩ কোটি ডলার, ২০১৯ সালের জানুয়ারি মাসে ১৫৯ কোটি ডলার, ফেব্রুয়ারি মাসে আসে ১৩১ কোটি ৭৭ লাখ ডলার এবং মার্চে ১৪৫ কোটি ৮০ লাখ ডলার এবং এপ্রিলে ১৪৩ কোটি ৪০ লাখ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, পঞ্জিকা বছর হিসেবে ২০১৮ সালে দেশে সর্বোচ্চ রেমিট্যান্স আসে ১ হাজার ৫৫৩ কোটি ৭৮ লাখ ডলার। ২০১৭ সালে ১ হাজার ৩৫৩ কোটি ডলার। ২০১৬ সালে ১ হাজার ৩৬১ কোটি ডলার এবং ২০১৫ সালে রেমিট্যান্সপ্রবাহ ছিল ১ হাজার ৫৩১ কোটি ডলার।

অন্যদিকে, অর্থবছর হিসেবে ২০১৪-১৫ অর্থবছরে দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসে ১ হাজার ৫৩১ কোটি ৬৯ লাখ ডলার, ২০১৫-১৬ অর্থবছরে ১ হাজার ৪৯৩ কোটি ডলার, ২০১৬-১৭ অর্থবছরে ১ হাজার ২৭৬ কোটি ৯৪ লাখ ডলার, ২০১৭-১৮ অর্থবছরে ১ হাজার ৪৯৮ কোটি ডলার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close