নিজস্ব প্রতিবেদক

  ০৫ ফেব্রুয়ারি, ২০১৯

ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার ব্লক মার্কেটে ১৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২১ কোটি ৫১ লাখ ২ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যাসের। কোম্পানিটির মোট ৭ কোটি ৮৯ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে ইফাদ অটোস। কোম্পানির ২ কোটি ৯৮ লাখ ২০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। ব্র্যাক ব্যাংক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ২ কোটি ৪২ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হলো আলিফ ম্যানুফ্যাকচারিং ১ কোটি ৭ লাখ ৩৬ হাজার, এশিয়া ইন্স্যুরেন্স ১৯ লাখ ১৫ হাজার, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৯ লাখ, ডাচ্-বাংলা ব্যাংক ৮ লাখ ৯৭ হাজার, ইবনে সিনা ৪০ লাখ ৫০ হাজার, ইসলামি ইন্স্যুরেন্স ৫৭ লাখ ৮০ হাজার, মুন্নু স্টাফলার্স ৬১ লাখ ২১ হাজার, নাভানা সিএনজি ১ কোটি ৬৯ লাখ ৯৫ হাজার, ওয়াইম্যাক্স ১ কোটি ২০ লাখ, প্রভাতি ইন্স্যুরেন্স ১৯ লাখ ৩৫ হাজার, সায়হাম কটন ৭৭ লাখ ৮১ হাজার, এসকে ট্রিমস ৩০ লাখ ১৪ হাজার এবং ইনাইটেড পাওয়ারের ৯৯ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close