নিজস্ব প্রতিবেদক

  ২১ নভেম্বর, ২০১৮

ই-কমার্স ব্যবসায় সুচিন্তিত পরিকল্পনা গ্রহণের আহ্বান

ই-কমার্স খাতের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে এ খাতের উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যথাযথ কারিগরি জ্ঞান অর্জন ও সুচিন্তিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। গতকাল রাজধানীর একটি হোটেলে এফবিসিসিআই এবং ফ্রেডরিখ ন্যুউম্যান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ই-কমার্স অ্যান্ড ডিজিটাল মার্কেটিং ফর এসএমই শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার শেষ দিনে এসব কথা বলেন বক্তারা। বক্তারা বলেন, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রযুক্তি জ্ঞান, পণ্য ও ক্রেতাদের ওপর যথাযথ সমীক্ষা এবং উদ্যোক্তাবান্ধব ই-কমার্স নীতিমালা প্রণয়ন করা জরুরি। কর্মশালায় এফবিসিসিআইয়ের অধিভুক্ত বিভিন্ন চেম্বার এবং অ্যাসোসিয়েশনের ৫৫ জন প্রতিনিধি অংশ নেন। অংশগ্রহণকারীরা তাদের ই-কমার্স ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা এবং ব্যবসা পরিচালনায় উদ্ভূত সমস্যাবলি নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফএনএফের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. নাজমুল হোসেন, অভলিয়া ডিজিটাল অ্যান্ড ই-কমার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের আরিফিন, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপক (আইসিটি) মো. মোস্তাফিজুর রহমান, গুপী-বাঘা প্রডাকশনস লিমিটেডের বিপণন প্রধান নুজহাতুল কাওনাইন। রিসোর্স পারসোনেল হিসেবে এফবিসিসিআইয়ের সিনিয়র সহকারী সচিব মাহমুদ উর রহমান ও শাহমিনা ইশা মান্নান কর্মশালা পরিচালনা করেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। এফবিসিসিআই পরিচালক মো. ইউসুফ আশরাফ এবং হাফেজ হারুন অর রশিদ এই সার্টিফিকেট বিতরণ করেন। উল্লেখ্য, এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত মহাসচিব হোসাইন জামিল সোমবার এই কর্মশালার উদ্বোধন করেন। প্রতিষ্ঠান ও ব্যবসা ক্ষেত্রে ডিজিটালকরণ, ই-কমার্স, স্মার্ট সিটি ইত্যাদি বিষয়ে ফ্রেডরিখ ন্যুউম্যান ফাউন্ডেশন এবং এফবিসিসিআই ধারাবাহিকভাবে বিভিন্ন সেমিনার ও কর্মশালার আয়োজন করে আসছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close