স্মৃতির খামার

  ০৩ জানুয়ারি, ২০২০

সায়াদাত চমন

মানুষ পশু কিংবা পাখি পুষে আর আমি স্মৃতি পুষি

পাখি পুষে কী হবে পাখির যেমন উড়ার স্বভাব যখন তখন

উড়ে যাবে আর নিজ পোষা প্রাণীর আঘাতেই প্রাণ হারানো

তো কমন ব্যাপার। তার চেয়ে স্মৃতি পোষা ঢের ভালো।

পাখি উড়ে যায়। মানুষ ছেড়ে যায়।

স্মৃতিরা কখনো উড়ে যায় না। ছেড়ে যায় না।

আনন্দ দিক আর বেদনা দিক মগজে গেঁথে থাকে

বছরের পর বছর। স্মৃতি মানুষের এক অদৃশ্য সঙ্গী।

পুষতে না চাইলেও পিছু ছাড়ে না।

দাদু-নানুর স্মৃতি, বাবা-মায়ের স্মৃতি, শৈশবের স্মৃতি,

কৈশোরের স্মৃতি, ভালোবাসার স্মৃতি, বিরহের স্মৃতি,

অবহেলার স্মৃতি, আঘাতের স্মৃতি, কষ্টের স্মৃতি,

সুখের স্মৃতি, দুঃখের স্মৃতি, আনন্দের স্মৃতি,

ছলনার স্মৃতি, ললনার স্মৃতি, বন্ধুর স্মৃতি

বিগত প্রেমিকার স্মৃতি

কিংবা নববধূর স্মৃতি

স্মৃতি স্মৃতি আর স্মৃতি, কত স্মৃতি!

মগজে পুষে রাখি এ রকম নিযুত স্মৃতির ডায়েরি।

কিছু স্মৃতি প্রেমিকার কিছু স্মৃতি বধূর

কিছু স্মৃতি বেদনার কিছু স্মৃতি মধুর

স্মৃতি যার যার স্মৃতি তার তার

স্মৃতি সতত মধুর স্মৃতি সতত বেদনার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close