reporterঅনলাইন ডেস্ক
  ০৪ অক্টোবর, ২০১৯

আহমেদ তানভীর

গোধূলি তোমাকে চায়

এই মনভাঙা শহরে আজকাল

স্মৃতির পাতারা অকারণ এলোমেলো উড়ে যায়,

ফুটপাতে ফলবিপণি, বেপরোয়া মোটরবাইকের উৎপাত!

এত এত লোক দেখি, আলোছায়া চোখ দেখি

ছুঁঁয়ে যাওয়া প্রাণ দেখি না কোথাও।

পরানবাবুই, এইসব ক্ষয়ে যাওয়া গোধূলি তোমাকে চায়।

তোমার শহরে তুমি নেই বলে গান বাজে না পরানে পরানে,

খিলখিল হাসির শরীরে লেপ্টে থাকে স্বার্থের বিশ্রী গন্ধ!

মন খারাপের সুর মিশে যায় হরিজনপল্লির খিস্তির ভেতরে,

সারি সারি শুয়োরের সাথে শুয়ে থাকে মধ্যবিত্ত স্বপ্নেরা!

কথাহীন কথার গভীরে ঘুমায় কতটা ব্যথা, জানো কি?

এই শহর উড়িয়ে পুড়িয়ে কেবলই বদলের খেলা খ্যালে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close