নিজস্ব প্রতিবেদক

  ১৪ আগস্ট, ২০১৭

খালেদা জিয়া বললেন

বন্যায় শুধু ‘লিপ সার্ভিস’ দিচ্ছে সরকার

শুধু মুখের কথা ছাড়া বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের কার্যকর কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির মধ্যে গতকাল রোববার এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন আরো বলেন, ‘সরকারের লিপ সার্ভিস ছাড়া এই ভয়াবহ বন্যা মোকাবিলায় বাস্তব কোনো সার্ভিস নেই।’

খালেদা জিয়া বলেন, ‘বন্যাকবলিত এলাকায় কোনো জরুরি ত্রাণ তৎপরতা নেই। বন্যাদুর্গত মানুষকে নিরাপদে উঁচু জায়গায় সরিয়ে নেওয়ার কথা বলা হলেও কার্যকর কোনো ব্যবস্থা এখনো দেখা যাচ্ছে না।’ দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মীদের প্রতি বিএনপি চেয়ারপারসন আহ্বান জানান। তিনি বলেন, ‘দেশের বন্যা পরিস্থিতি এখন মারাত্মক রূপ ধারণ করেছে। বাংলাদেশের সীমানার ভেতরে তিস্তাসহ উত্তরাঞ্চলের বেশ কয়েকটি নদীর দুই তীরের বিস্তীর্ণ এলাকায় ফসল, বসতবাড়ি, যোগাযোগব্যবস্থা ও মানুষের জীবন-জীবিকা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্যা উপদ্রুত মানুষজন ঘরবাড়ি-জোত-জমি হারিয়ে দিশাহারা হয়ে পড়েছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist