মৌলভীবাজার প্রতিনিধি

  ১০ নভেম্বর, ২০১৯

যুবসমাজকে অন্ধকারে ডুবিয়ে দেওয়া হচ্ছে : সেলিম

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, বিভিন্ন দিক থেকে দেশ একটা ভয়াবহ সংকটে নিমজ্জিত। পুরো যুবসমাজকে অন্ধকারে ডুবিয়ে দেওয়া হচ্ছে। সমাজে বিভেদ তৈরি করে রাখা হয়েছে। মৌলভীবাজারে সিপিবির উদ্যোগে দুই দিনব্যাপী সিলেট বিভাগীয় যুব কমিউনিস্ট ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুজাহিদুল ইসলাম এ কথাগুলো বলেন। গতকাল শনিবার বিকালে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে এ অনুষ্ঠান হয়।

সিপিবির সভাপতি সেলিম বলেন, ‘বিভেদ তৈরির বিরুদ্ধে লড়াই করতে হবে। শ্রেণিগত যে বিভাজন তৈরি করা হয়েছে, সেই বিভাজন চিরতরে রুদ্ধ করতে হবে। যৌবন হচ্ছে প্রতিবাদের বয়স। এই বয়সে নিষ্ক্রিয় বসে থাকা যাবে না। নিজের ব্যক্তিত্বকে বিকশিত করতে হবে। সমাজের কাছে তুলে ধরতে হবে। যুবসমাজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে হবে। মানুষকে স্বপ্ন দেখাতে হবে, নিজে স্বপ্ন দেখতে হবে।’

মুজাহিদুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধ এখনো শেষ হয়নি। মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মুক্তিযুদ্ধ চলবে। আর মুক্তিযুদ্ধের শেষ লড়াইটা কমিউনিস্টরাই করবে, বামপন্থিরাই করবে। তরুণদের বুকে ক্ষোভের আগুন জ্বলছে। সবাই মিলে এই লড়াইটা করতে হবে।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মকবুল হোসেন। জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন যুব কমিউনিস্ট ক্যাম্পের আহ্বায়ক মো. মাসুক মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতিম-লীর সদস্য অনিরুদ্ধ দাশ অঞ্জন, কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদুল হক, অভিন্যু কিবরিয়া ইসলাম ও আনোয়ার হোসেন, সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সাবেক সভাপতি খন্দকার লুৎফুর রহমান, হবিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক পীযূষ চক্রবর্তী, সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক এনাম আহমদ প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close