আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ জুন, ২০১৯

সমমজুরির দাবিতে সুইজারল্যান্ডের নারীদের বিক্ষোভ

সুইজারল্যান্ডে নারী-পুরুষ সমমজুরির দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন সুইজারল্যান্ডের নারীরা। গতকাল শুক্রবার দিনব্যাপী নানা ধরনের বিক্ষোভ কর্মসূচি পালনের মধ্য দিয়ে নিজেদের অধিকারের দাবিতে সরব হয়েছেন তারা। অনেকেই নিজ নিজ প্রতিষ্ঠানে এক দিনের কর্মবিরতি পালন করেছেন। কেউ কেউ আবার পালন করেছেন কয়েক ঘণ্টার কর্মবিরতি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

লৈঙ্গিক সমতার দাবিতে সুইজারল্যান্ডের নারীরা আন্দোলন শুরু করেছেন দীর্ঘদিন আগেই। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ১৯১৮ সালে ভোটাধিকার প্রয়োগের অধিকারের দাবিতে ইউরোপের অন্য নারীদের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছিলেন তারা। ১৯৯১ সালেও তারা নিজেদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামেন। তখন পর্যন্ত সুইস সরকারে কোনো নারী ছিলেন না। সংবিধিবদ্ধ কোনো মাতৃত্বকালীন ছুটিও ছিল না। ধীরে ধীরে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। মন্ত্রিপরিষদে নারীরা যুক্ত হয়েছেন, মাতৃত্বকালীন ছুটি প্রদানকে বাধ্যতামূলক আইন প্রণয়ন করা হয়েছে। তবে দেশটিতে নারী-পুরুষ বেতনবৈষম্য এখনো কমেনি। সুইজারল্যান্ডের নারীরা এখনো পুরুষদের চেয়ে ২০ শতাংশ কম মজুরি পান। আর সে বৈষম্য নিরসনের দাবিতে শুক্রবার আবার রাস্তায় নেমেছেন সে দেশের নারীরা। গতকাল শুক্রবার প্র্যাম নামক এক ধরনের গাড়িতে করে মিছিল, কনসার্ট থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনেকে তাদের প্রতিষ্ঠানকে আগেই জানিয়ে দিয়েছেন এদিন কাজে যোগ দেবেন না। কেউ কেউ আবার ২০ শতাংশ কম মজুরির সঙ্গে মিল রেখে পুরুষদের ২০ শতাংশ কম সময় কাজ করার ঘোষণা দিয়েছেন। গতকাল শুক্রবার তারা স্থানীয় সময় সাড়ে ৩টার দিকে বিক্ষোভে যোগ দেবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close