নিজস্ব প্রতিবেদক

  ১০ নভেম্বর, ২০১৮

খিলক্ষেতে প্রতিবাদ করায় এক বৃদ্ধকে পিটিয়ে জখম

বাড়ির ব্যবহৃত পানি রাস্তায় ছেড়ে দিয়ে জনসাধারণের পথ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদ করায় এক বৃদ্ধকে রড দিয়ে মারধর করে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ-২ আবাসিক এলাকার পেছনে টানপাড়ার ১০নং সড়কে এ ঘটনা ঘটে। আহত বৃদ্ধ হায়দার আলীকে (৭০) স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বৃদ্ধের ছেলে টানপাড়া ১০নং রোডের বাসিন্দা আলাউদ্দিন (৪০), পারভীন আক্তার (৪০) ও পলি (২৫) নামে তিনজনকে আসামি করে খিলক্ষেত থানায় একটি অভিযোগ দায়ের করেন।

খিলক্ষেত থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, টানপাড়ার ১০নং রোডের খ/১০ নম্বর বাড়ির বাসিন্দাদের ব্যবহৃত পানি সামনের রাস্তায় ছেড়ে দেওয়া হয়। এতে মাসের পর মাস ধরে ওই রাস্তা কর্দমাক্ত অবস্থায় থাকে। এতে আশপাশের লোকজনের চলাচলে সমস্যা হয়। গতকাল সকালে ওই রাস্তা সংলগ্ন ক/৩২ নম্বর বাড়ির বাসিন্দা হায়দার আলী এর প্রতিবাদ করেন। এতে ওই বাড়ির লোকজন রড ও পানির পাইপ দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close