নিজস্ব প্রতিবেদক

  ০৯ নভেম্বর, ২০১৮

মুজিবনগর সরকারের আরো ১৩ কর্মচারীকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি

মুজিবনগর সরকারের আরো ১৩ কর্মচারীকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার। এ নিয়ে একাত্তরের মুজিবনগর সরকারের কর্মচারীদের মধ্যে ৫৪৯ জন মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

হবিগঞ্জের মাধবপুরের তুলসীপুরের মো. শামসুল হক, হবিগঞ্জ সদরের হাসপাতাল রোডের স্বদেশ রঞ্জন বিশ্বাস, চট্টগ্রামের সীতাকুন্ডের মছজিদ্দা গ্রামের সঞ্জীব চন্দ্র রায়, রংপুর কোতোয়ালি নতুনপাড়ার পরিমল চন্দ্র বর্মণ, রংপুর চেকপোস্টের আর কে রোডের মো. আবুল ফজল বসুনীয়া, রংপুর কামিল মডেল মাদরাসার পশ্চিম গেটের মো. আবুল কালাম বসুনীয়া এবং রংপুরের পুলিশ ক্লাব হাউজিং মুলাটোলের মো. কামরুল হক সরকার, লালমনিরহাট পাটগ্রাম নবীনগরের মো. মজিবর রহমান এবং কুড়িগ্রাম সদরের সবুজপাড়ার মধুসূদন সরকার, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা স্টেশনপাড়ার মো. হাবিবুর রহমান, কুষ্টিয়া সদরের মাধবপুরের মীর আব্দুর রাজ্জাক, ঢাকার দোহারের রফিকা জালাল এবং ঢাকার বারিধারার যাহিদ হোসেন পেয়েছেন মুক্তযোদ্ধার স্বীকৃতি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close