রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

  ০৭ সেপ্টেম্বর, ২০১৮

রূপগঞ্জে এনআইইটিতে নবীনবরণ

বর্ণাঢ্য আয়োজনে নতুন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এনআইইটি)। একইসঙ্গে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল বৃহস্পতিবার রূপগঞ্জের রূপসী বাসস্ট্যান্ড এলাকায় হাবিব কনভেনশন সেন্টারে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এনআইইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুল আজিজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্ব প্রতিনিয়ত পরিবর্তীত হচ্ছে এবং পরিবর্তীত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা দিচ্ছে এনআইইটি।

অনুষ্ঠানের প্রধান আলোচক নারায়ণণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেন, এনআইইটি শিক্ষার্থীরা ব্যবহারিক দক্ষতার শতভাগ প্রয়োগ করে দেশকে সমৃদ্ধ করছে।

বিশেষ অতিথি ছিলেন, তারাব পৌরমেয়র হাছিনা গাজী, কলামিস্ট মীর আবদুল আলীম, এনআইইটির পরিচালক মো. শামীম মাহাবুব ভূঁইয়া, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মঞ্জুরুল আলম, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close