ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

  ১২ আগস্ট, ২০১৮

বড়পুকুরিয়া কয়লা খনিতে ক্ষতিগ্রস্তদের পাশে জাতীয় পার্টি

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে ক্ষতিগ্রস্তদের দাবি-দাওয়া নিয়ে ইউনিয়ন জাতীয় পার্টির এক প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল শনিবার এ সমাবেশ হয়। বড়পুকুরিয়া কয়লা খনিতে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর দাবি-দাওয়া নিয়ে ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে এক প্রতিবাদ সভা হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. আলিনুর হোসেন। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সোলায়মান সামি। তিনি বলেন, উত্তরবঙ্গে শিল্প কলকারখানা কম এবং উত্তরবঙ্গে গ্যাস নেই, দেশের একমাত্র কয়লাখনি বড়পুকুরিয়ায় আমরা জমিজমা দিয়েছি, কয়লাখনির কারণে স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদ, মন্দির সব ধ্বংস হয়ে গেছে। কয়লাখনি থেকে প্রায় ২০০ কোটি টাকার কয়লা লুটপাট করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close