রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

  ০৯ আগস্ট, ২০১৮

যুগে যুগে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে আইন পাস হয়েছে

গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপি

দেশে যুগে যুগে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে অনেক আইন সংসদে পাস হয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এ দেশের ছাত্রসমাজ অধিকার আদায় করে নিয়েছিল। একবিংশ শতাব্দীতে এসেও নিরাপদ সড়ক দাবিতে তীব্র আন্দোলন গড়ে তোলে শিক্ষার্থীরা। আন্দোলনে তারা ৯ দফা পেশ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের ৯ দফা মেনে নিয়ে খসড়া আইন পাস করেন। তিনি শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান। তার আহ্বানে সাড়া দিয়ে শিক্ষার্থীরা এখন রাজপথ ছেড়ে ক্লাসে ফিরে গেছেন। নারায়ণগঞ্জ-১, রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠন আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি আওয়ামী লীগ সরকারকে উন্নয়নের সরকার বলে অভিহিত করেন।

গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মঞ্জুর হোসেন ভূইয়ার সভাপতিত্বে ওই মাহফিলে আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সহসভাপতি শেখ সাইফুল ইসলাম, গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক হাজী সাত্তার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাজী আলী আকবর, রূপগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি কামরুল হাসান তুহিন, সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, স্বেচ্ছাসেক লীগ সম্পাদক নাঈম ভূইয়া, আওয়ামী মহিলা লীগের সম্পাদিকা শিলা রাণী পাল।

গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী যুব লীগ সভাপতি শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোলাকান্দাইল ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী রতন মিয়া, ৫ নং ওয়ার্ড মেম্বর হাজী জামাল উদ্দিন, ৬ নং ওয়ার্ড মেম্বর নাসির উদ্দিন, গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক শ্যামল বাহাদুর, যুব মহিলা লীগ নেত্রী হাসনা হেনা, মো. হানিফ মোল্লা, নূর-এ আলম, আমিন ভান্ডারী, শহিদুল্লাহ, বশির উদ্দিন, ইয়াসিন প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close