জাবি প্রতিনিধি

  ০১ জুলাই, ২০১৮

জাবির প্রথম নারী রেজিস্ট্রার রহিমা কানিজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-১) রহিমা কানিজ সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন। গতকাল শনিবার নতুন দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ প্রতিদিনের সংবাদকে এ তথ্য নিশ্চিত করেন।

১৯৫৯ সালের ১ নভেম্বর ঢাকায় জন্মগ্রহণকারী রহিমা কানিজ ১৯৯৪ সালে সহকারী রেজিস্ট্রার হিসেবে জাবিতে যোগ দেন। তিনি ১৯৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে ভর্তি হলেও পরবর্তী বছরে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে গিয়ে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম তার এই দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist