চট্টগ্রাম ব্যুরো

  ২৫ মার্চ, ২০১৮

নীতি আদর্শহীন জীবনযাপনের কোনো মূল্য নেই

মেয়র নাছির

নীতিহীন, আদর্শহীন ও অনৈতিক জীবনযাপনের কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল শনিবার দুপুরে নগরের আবদুল আলী হাটস্থ চট্টগ্রাম সিটি করপোরেশন প্রিমিয়ার কলেজের এইচএসসি পরীক্ষার্থী বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মেয়র বলেন, নীতিবান, আদর্শবান ও আলোকিত মানুষ গড়ার দায়িত্ব পালন করছে চট্টগ্রাম সিটি করপোরেশন। মানুষের জীবনমান পরিবর্তন করার একমাত্র মাধ্যম সুশিক্ষা। মৌলিক অধিকারের এ মাধ্যম জীবনে কাজে লাগানো গেলে কোনো মানুষ দরিদ্র থাকবে না। শিক্ষার্থীদের আলোকিত মানুষ হয়ে সমাজে আলো ছড়িয়ে সমাজকে আলোকিত করার আহ্বান জানাচ্ছি।

প্যানেল মেয়র ও কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ, সাবেক কমিশনার মো. নুরুল বশর মিয়া, শ্রমিক নেতা সফর আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সরোয়ার মোর্শেদ কচি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু তৈয়ব চৌধুরী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist