নোয়াখালী প্রতিনিধি

  ০৩ মার্চ, ২০১৮

‘বাঙালির আত্মপরিচয়ের মূল ঠিকানা মুক্তিযুদ্ধ’

মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বাঙালি জাতির আত্মপরিচয়ের মূল ঠিকানা হচ্ছে মহান মুক্তিযুদ্ধ। আত্মপরিচয় ছাড়া আত্মবিশ্বাসী হওয়া যায় না। তাই আত্মবিশ্বাসী নতুন প্রজন্ম গড়ে তুলতে হলে তাদের মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে।

গতকাল নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে খেলাঘর জাতীয় শিশু-কিশোর ক্যাম্প-২০১৮-এর দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারপারসন অধ্যাপক পান্না কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মো. মামুনুর রশিদ কিরণসহ খেলাঘর কেন্দ্রীয় কমিটির ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোজাম্মেল বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তুলতে পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস অন্তর্ভুক্ত করা হবে। পাঠ্যপুস্তকে মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের গৌরবময় ভ‚মিকার পাশাপাশি যুদ্ধাপরাধীদের ঘৃণ্য তৎপরতাও তুলে ধরা হবে। তিনি বলেন, বর্তমান পাঠ্যপুস্তকে মুক্তিযোদ্ধাদের ভ‚মিকা লিপিবদ্ধ রয়েছে। কিন্তু নতুন প্রজন্ম জানতে পারছে না যুদ্ধাপরাধীদের কী ঘৃণ্য তৎপরতা ছিল। মুক্তিযুদ্ধের সময়ে তাদের বর্বরতার সঠিক চিত্র নতুন প্রজন্মকে জানাতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, খেলাঘর কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ, ভারত ও নেপালের শিশু-কিশোরদের নিয়ে চার দিনব্যাপী খেলাঘর জাতীয় শিশু-কিশোর ক্যাম্প-২০১৮ আয়োজন করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist