জাহিদ হায়দার

  ১৪ এপ্রিল, ২০১৭

দ্বিপদ জন্তু ও শত্রুর গল্প

আমরা আমাদের কিছুটা বোঝাপড়া

ধৈর্য-বন্ধনে হঠাৎ যদি করি,

লাঘব হতে পারে কিছুটা বেদনা।

তুমি যে শত্রু, আমিও তা-ই;

গভীর কাঁটাতারে দুইটি চলা-পথ

ভরেছি ঈর্ষায়।

তুমি যে জন্তু, আমিও তা-ই;

পোশাক আড়ালে কিছুটা ভদ্রতা

যদি না চলাচলে এবং কথা-ভানে

উজল না করি, গ্রহণ করবে না।

আমরা জেনেছি, কতটা পথ গেলে

যম হেসে বলে, এই যে প্রেম তোর,

এই যে সত্য;

যা সাবিত্রি, প্রেম নিয়ে যা।

হঠাৎ যদি দেখ, একটি বুনো ফুল

কাঁটার সংসারে হাওয়ায় দুলছে,

এবং ডাকছে : এসো হে শত্রু

আমাকে তুলে নাও, তাহার হাতে দাও,

আমার মৃত্যুতে ঘুচাও জন্তুতা।

চক্ষুপোষকতা ছিল না আমাদের?

প্রশ্ন জেগে থাকে মোমের জখমে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist