সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

  ০৯ আগস্ট, ২০১৭

অনিয়মের তদন্তকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া

গাইবান্ধার সাঘাটা উপজেলার গুয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে গত সোমবার তদন্ত করতে গেলে তদন্তকারী কর্মকর্তারা প্রধান শিক্ষকের লোকজনের দ্বারা অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

জানাগেছে, ২০১৪ সালের বন্যায় নদী ভাঙ্গনের কবলে পড়ে উপজেলার হলদিয়া ইউনিয়নের গুয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়। নদী ভাঙ্গনের আশংকা দেখে স্কুল ভবনটি তড়িঘড়ি করে খুলে ফেলে এতে লোহার এঙ্গেল সাড়ে ৩টন, ঢেউটিন ৩৯৭পিছ, ইট ৩হাজার দরজা জানালা সহ প্রায় ৭ লক্ষ টাকার মালামাল প্রধান শিক্ষক সুলতান আহম্মেদের নিকট গচ্ছিত রাখেন অবিভাবক মহল। পরে স্কুল কমিটির কাউকে কিছু না জানিয়ে সব মালামাল বিক্রি করে সমূদয় টাকা আত্মসাৎ করেন তিনি। ধাওয়া-পাল্টা ধাওয়ার বিষয়টি স্বীকার করেছেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist