যশোর প্রতিনিধি

  ১৬ জুন, ২০১৭

যশোরে জেএমবি সদস্য লিটনের কারাদন্ড

রাষ্ট্রদ্রোহ মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য মোজাফফর হোসেন লিটনকে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছে যশোরের একটি আদালত। বৃহস্পতিবার বিকেলে স্পেশাল ট্রাইব্যুনাল (জেলা জজ) ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন। সাজাপ্রাপ্ত মোজাফ্ফর হোসেন লিটন যশোরের কেশবপুর উপজেলার সারুটিয়া গ্রামের ইন্তাজ আলী শেখের ছেলে।

জেএমবি সদস্য মোজাফ্ফর হোসেন লিটন ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপি সিরিজ বোমা হামলার ঘটনায়ও সরাসরি জড়িত ছিলো। সে যশোর কালেক্টরেট ভবনের দক্ষিণ গেটে বোমা বিস্ফোরণ ঘটিয়েছিলো বলে ১৬৪ ধারায় আদালতে দেয়া জবানবন্দিতে স্বীকার করে। স্পেশাল ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট এসএম বদরুজ্জামান পলাশ জানান, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপি সিরিজ বোমা হামলার দিন সকালে লিটন কালেক্টরেট ভবনের দক্ষিণ গেটে বোমা বিষ্ফোরণ ঘটায়। নিজের বিস্ফোরিত বোমায় তার বাম পা ও হাতে সামান্য ক্ষত হয়। আত্মগোপননে থেকে চিকিৎসা নেয়ার পর বাড়িতে ফিরলে ওই বছরের ১৯ ডিসেম্বর পুলিশ সেখান থেকে তাকে আটক করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist