শেরপুর (বগুড়া) প্রতিনিধি

  ২২ জানুয়ারি, ২০২০

৯৯৯ নম্বরে কল করে বাল্যবিয়ে ঠেকাল স্কুলছাত্রী

বগুড়া শেরপুরের রামনগর গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্রী গত সোমবার রাতে ৯৯৯ এ কল করে নিজের বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে।

জানা যায়, উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের রামনগর গ্রামের মো. জেলহক হোসেনের মেয়ে কালশিমাটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে গত শুক্রবার বর পক্ষের লোকজন পারিবারিকভাবে বিয়ের জন্য দেখতে আসে। এক পর্যায়ে দুই পক্ষের সম্মতিতে বিয়ের দিন ক্ষণ ঠিক হয়। বিয়েতে কনের সম্মতি না থাকায় এবং বাল্য বিয়ে থেকে নিজেকে রক্ষার জন্য গত সোমবার সন্ধ্যায় বাড়ির সবার অগোচরে ওই স্কুল ছাত্রী ৯৯৯ এ কল করে। এরপর শেরপুর থানা পুলিশের এএসআই রফিকুল ইসলাম রফিক সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষণিকভাবে ওই ছাত্রীর বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেয়।

শেরপুর থানার ওসি হুমায়ুন কবীর জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে ছাত্রীর বাড়ির লোকজন পালিয়ে যায়। পরে প্রতিবেশি ও বাড়ির কয়েকজন নারীকে ডেকে ঘটনাস্থলে যাওয়া পুলিশের এক কর্মকর্তা বাল্য বিয়ে বন্ধ করে দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close