নোবিপ্রবি প্রতিনিধি

  ১৭ নভেম্বর, ২০১৯

নোবিপ্রবির বিবি খাদিজা হল

৩ ছাত্রীর বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) হযরত বিবি খাদিজা ছাত্রী হলের তিন আবাসিক শিক্ষার্থীর বিরুদ্ধে গাঁজাসহ মাদক সেবনের অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে হলের সিড়িতে বসে মাদক সেবনের সময় সাধারণ শিক্ষার্থীরা তাদের হাতেনাতে ধরে ফেলে অভিযুক্তরা হলো বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের বিবিএ’র শিক্ষার্থী নাফিসা নোভেরা নাফসি, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের মাহমুদা দীপ্তি এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী উম্মে রোকসানা ইতি। নাম প্রকাশে অনিচ্ছুক হলের একাধিক শিক্ষার্থী বলেন, হলের ভিতরে প্রায় সময়ই মাদক সেবন করে কয়েকজন আবাসিক শিক্ষার্থী। আগে হলের ছাদে গিয়ে সেবন করত, ‘এখন হলের ভিতরে এ কাজ করে। এতে অনেক সমস্যা হয়। মাদক সেবীদের জন্য হলের ছাদ পর্যন্ত বন্ধ করে দিয়েছে হল প্রশাসন। আমরা ছাদে গিয়ে কাপড় শুকাতে পারিনা এদের জন্য। ভয়ে এতদিন কিছু বলতে পারিনি। গত রাতে যখন হলের সিঁড়িতে বসে মাদক সেবন করছিল তখন আমরা হাতেনাতে ধরে স্যারদের কল দেই। আমরা মাদকমুক্ত হল চাই।’ জানা গেছে, হলের ছাদে মাদক সেবনের অভিযোগ পেয়ে ছাদে যাওয়ার গেইট বন্ধ করে দেয় হল প্রশাসন। এখনো সেটি বন্ধ আছে। ছাদ বন্ধ থাকার কারণে হলের আবাসিক শিক্ষার্থীরা রোদে কাপড় শুকাতে পারেনা। এসব নিয়ে হলের শিক্ষার্থীদের অভিযোগ অনেকদিনের। এদিকে অভিযুক্তদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের মডেল ইউনাইটেড নেশনস (মান)’র সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা শিক্ষার্থী নাফিসা নোভেরা নাফসি নিজের ফেসবুক অ্যাকাউন্টে মাদক সেবনের বিষয়টি অস্বীকার করে গতরাতে একটি স্ট্যাটাস দেন। তবে সেই স্ট্যাটাসে ধূমপানের বিষয়টি তিনি স্বীকার করেন। এ ব্যাপারে জানতে চাইলে হল প্রভোস্ট অধ্যাপক আতিকুর রহমান ভূঞা বলেন, হলে মাদক সেবনের বিষয়টি আমি জেনেছি। জানার পর সেখানে প্রক্টরিয়াল বডি ও সহকারী প্রভোস্টকে পাঠিয়েছি। এ বিষয়ে আমাদের কাছে অভিযোগপত্র এসেছে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে ব্যবস্থা নেব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close