বশেমুরবিপ্রবি প্রতিনিধি

  ০৭ সেপ্টেম্বর, ২০১৯

বশেমুরবিপ্রবিতে ইউজিসির নীতিমালা বাতিলের দাবি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রস্তাবিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষক নিয়োগ ও পদোন্নতির অভিন্ন নীতিমালা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে শিক্ষক সমিতির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি মো. আশিকুজ্জামান ভূঁইয়া বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর নীতিমালা হবে শিক্ষক বান্ধব। ইউজিসি কর্তৃক যে নীতিমালা প্রস্তাবিত হয়েছে তা শিক্ষকদের মনে দ্বিধার সৃষ্টি করেছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close