কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

  ১০ জুলাই, ২০১৯

কুলাউড়ায় ই-নামজারি সেবা কার্যক্রমের উদ্বোধন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ভূমি অফিসের কার্যক্রমকে গতিশীল ও দালালমুক্ত করতে ই-নামজারি সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুুপুরে উপজেলা ভূমি অফিসে এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আলম খান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদি-উর রহিম জাদিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মুহাম্মদ আবুল লাইছ। এ সময় উপজেলা রাজস্ব প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) সাদি-উর রহিম জাদিদ জানান, ই-নামজারি কার্যক্রমের মাধ্যমে ৪৫ কার্যদিবসের পরিবর্তে বর্তমানে ২৮ কার্যদিবসে নামজারি সম্পন্ন করার জন্য ইতোমধ্যে পরিপত্র জারি হয়েছে। অনলাইন কার্যক্রমের মাধ্যমে দালালদের দৌরাত্মের অবসান হবে। সম্পূর্ণ হয়রানিমুক্ত পরিবেশে দ্রুততম সময়ের মধ্যে সেবা গ্রহিতারা রেকর্ড সংশোধন করতে পারবেন। খুব শীঘ্রই কুলাউড়া উপজেলাকে শতভাগ ই-নামজারির আওতায় আনা হবে বলেও জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close